যতই আর্জেন্টিনা, স্পেন নিয়ে চিল্লা চিল্লি হোক না কেন এবার কিন্তু বিশ্বকাপটা ব্রাজিলেরই সম্পত্তি।
আর্জেন্টিনার সমর্থকরা এই কথা শুনে হয়তো চমকে ওঠতে পারেন, তাতে কিছু যায় আসে না.....
আসলে আমি সব কিছু নিয়েই একটা আগাম কথা বলি, পরে দখি যে সে কথাই সত্য হয়ে যায়।
যাই হোক, আগে তো ফাইনাল খেলা আসুক, তারপর না হয় দেখা যাবে।
তবে একথা প্রমিজ করলাম, আমার কথা সত্য হলে ব্লগার ভাইয়াদেরকে মিষ্টি খাওয়াবো....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




