জেসিকার সাথে পরিচয় আমার বহুদিনের।
সেদিন ছিল সোমবার,
কথা ছিল দেখা হবে, কেন্দ্রীয় শহীদ মিনারে,
ঠিক তিনটে বাজে।
ঘড়ির কাঁটা দুটো ছুতে না ছুঁতেই বেরিয়ে পড়ি,
হাতে অনেক সময়,
তাই হেটেই এগুচ্ছি,
আর কল্পনার ক্যানভাসে আকছি জেসিকাকে।
হটাৎ ফিরে এলাম বাস্তবতায়,
বড্ড দেরিতে...
মুখোমুখি দুটো মিছিল
মাঝে আমি।
সেদিন আর যাওয়া হলনা আমার,
গিয়েছিলুম পরদিন!
সেও ছিল,
অঝোরে কেঁদেছিল আমার লাশের পাশের পাশে বসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




