ফেসবুক কাব্য-২
সুজন সুপান্থ
১.
প্রতিনিয়ত মনের খিড়কী দোরে
ভুলে যাওয়া গুলো উঁকিঝুকি মারে।
কী করে মনে করি,
এতো দিনে যা গিয়েছি ভুলে?
মন! সে তো ভুলে যায়
মনে রাখার ধর্ম নিয়েই।
হায় মন! কেন তুমি এই অবেলায়
খুলে দিলে মনের খিড়কী দুয়ার?
২.
নিজের জন্য নয় তা জেনেই
সে পথে বাড়িয়েছি পা
এগিয়েছি যতটা পথ,
পেছনে ফিরে দেখি তার চেয়েও
ঢের হয়েছে বিলীন।
নদী শিকস্তি আমি,
কী করে ফিরবো গো সাঁই
আমার যে আর ফেরার উপায় নাই।
৩.
পরাণের গহীনে মহীরুহ হয়ে ওঠা
দু:খটির নাম বোধহয় 'ভালবাসা',
যে কি না সঙ্গী হয়ে থাকে
সময়ে-অসময়ে।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





