তপ্ত রোদে, মাঠের ঘাসে,
বীরত্ব দেখাল অনূর্ধ্ব উনিশের পাশে।
শুরু থেকেই ছিল আশা,
বাংলার বুক ফাটল গর্বে ভাষা।
বলে ছিল জাদু, ব্যাটে ছিল গান,
ভারতীয় দলে এলো ঝড়ো তুফান।
এক এক করে উইকেট পড়ল,
বাঘের তেজে প্রতিপক্ষ কাঁপল।
চোখে আগুন, হৃদয়ে দেশ,
জয়ের পানে ছুটল যেন একদম শেষ।
ফিল্ডিংয়ে নাচল বিজয়ের মুগ্ধতা,
বাংলার দল দিলো নতুন অভিজ্ঞান।
তোমাদের সাহসে আলো ঝরে,
দেশের পতাকা ওড়ে গর্বে শিরে।
শুনো বিশ্ব, এ দল হার মানে না,
বাংলাদেশের ছেলে – তেজে ভরা মানা।
তোমরা দিলে নতুন স্বপ্নের দিশা,
বিজয়ে ভরল বাংলার প্রতিটি নিশা।
তোমাদের পায়ে, সফলতার ছোঁয়া,
দেশের মুখ উজ্জ্বল, এ বিজয় অমোঘ।
এগিয়ে যাও, তোমরা জাতির ত্রাণ,
তোমাদের সাথেই আছে লক্ষ প্রাণ।
জয় হোক তোমাদের, জয় হোক বাংলার,
সালাম তোমাদের, জাতির সেরা তারকারা!
**জয় বাংলা!**