মাটির দেহ মাটিতে মিশে যায়
ও একদিন চার বেহারার পালকিতে চরে যায়
এই দুনিয়ার সঙ্গীসাথী সব ফেলে চলে যায়
সারে তিন হাত মাটির ঘর হবে যে শেষ ঠিকানা।
তুই পাবি তুই হারাবি সব এক দিন
এই দুনিয়ায় রবে না কিছুই সেদিন।
হে আল্লাহ তুমি রহম কর আমারে
হে খোদা তুমি রহম কর আমারে
ভবের মেলাই রইলিরে মন ভূলিয়া
মন মাজারে আয় ফিরে আয় তোরা
পাপের পথে কত আর খাবি ধরা।
ভূল হইলো তাই একটু সময় খুঁজি
সময় শেষের ঘন্টা বাজল বুঝি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




