কেন শূন্য হাতে, তুমি ফিরিয়ে দিলে
বেদনার পৃথিবী উপহার দিয়ে
যতদিন এ দেহে, প্রাণ আছে আমার
ততদিন যাব আমি ভালবেসে,
জীবনেরই অস্ত বেলায় তোমার স্মৃতি নিয়ে
বেঁচে আছি অবহেলায় শূণ্য গ্রহে।
চলে গেলে তুমি বহু দূরে
চলে গেলে কেন অচেনা গ্রহে
জানিনা পাব কিনা ফিরে তোমাকে।।
স্বপ্ন মাঝে রোজ তুমি হেঁটে যাও এই হৃদয় জুড়ে
বেদনার স্মৃতি নিয়ে বেঁচে আছি এই শূণ্য গ্রহে,
আমার ভালবাসার মাঝে
তুমি বেঁচে আছো স্বর্গ সুখে
চলে যাব আমিও পৃথিবী ছেড়ে-বহুদূরে।
অতৃপ্ত বাসনাতে পাব আমি,
তোমায় রাধার সাজে
ভালবাসবো আমি উন্মাদ হয়ে
চিরদিন রবে তুমি আমার বুকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




