আমি জানি না কে বন্ধু আমার
শত্রু আমার কে আমি জানি না
আমি দেখেছি এই উগ্র সমাজটাকে
সমাজের এই বাঁধা আমি মানি না
আমার চোখে আমি সবকিছু বদলে দিতে চাই
নিজের মত করে আমি বাঁচতে চাই
শুনেও তুমি কেন শুননা হায়
বুঝেও তুমি কেন বুঝ না ঐ
সমাজের বঞ্চিত নারি তুমি
নারি অধিকার নিয়ে কথা বলো না
বদ্ধ ঘরের নিরব আধাঁর চিরে
পৃথিবীর সব আলো আমি পেতে চাই
বাঁধার কালো ছায়া যেন খুঁজে আমায় না পায়া
নিজের রাজ্যের রাজা আমি হতে চাই
চার দেওয়ালের মাঝে থেকে তুমি
পারবে না ধরতে সোনার হরিণটাকে
পুত্র বধূ হয়ে সংসারেতে তুমি
চুলো গুতোবে সারাটি জীবন ধরে
পুরুষ শাসিত এই সমাজ ব্যাবস্হাকে
পারবে না দুমড়ে মুচরে ফেলে দিতে
ফতোয়াবাজ দিয়ে ঘিরে রাখবো তোমায়
ঘর কোনা করে ছাড়বো তোমাকে
স্বামির পায়ের তলে নারির বেহেস্ত
এই কথা মানতে তুমি যে ন্যস্ত
আধো জাগরণ হয়ে স্বপ্ন দেখোনা যে
চিরতে পারবে না এই সমাজ ব্যাস্হাকে
কত যে হাসি পায় তোমার কথা শুনে
সংসার সুখের হয়, রমনীর গুনে
মনে মনে ভেবে মন কলা খেওনা
তুমি বদলাতে পারো এই কথা মানি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




