ওই আমি লিখলাম তরে লিখলাম চিঠি-চুপি চুপি
ও সখী কবে তুই উত্তর দিবি-চুপি চুপি
ওই আমি লিখলাম তরে মনের কথা-চুপি চুপি
ও সখী বুঝলি না তুই মনের ব্যাথা-চুপি চুপি
চিঠির উত্তর দেওয়ার সময় আজ আমার নাই
ভাব জমাবার বয়স আমার আজো হয় নাই
প্রেম করা মহা পাপ গুরুজনেরা বলে
তোমার চিঠি নিয়ে ফেল্লাম ডোবার জলে
আরে বড় লোকের মাইয়া তুমি গরীবের ছেলে আমি
তোমার বাবা মা কী মেনে নেবে আমার এই প্রেমের ধনী
যদি না মানে মানি না বাবার এই স্বৈরাচারি
যদি এমনই হয় তবে মার সাথে নেব আড়ি
আরে তুমি রাজি জামাই সাজি কেয়া করেগা কাজী
বিয়ের পর দু’জন মিলে ভাজব ডিম ভাজী
পোটলা পুটলি নিয়ে চলো গ্রাম ছেড়ে পালাই
তোমাই নিয়ে থাকবো সুখে যদি থাকি ডালায়
চলো মনের সুখে মোরা গাইবো
চলো মনের সুখে মোরা নাচবো
আজ পাগল হয়ে মোরা ঘুরিয়া ঘুরিয়া
ওরে আকাশেতে উরিয়া যাবো-কারণ
ওই আমি গেলাম ফেঁসে তোমার প্রেমে-চুপি চুপি
আমি যাবো চলে বাবা মাকে ফেলে-চুপি চুপি
ও আমার নিয়ে চলো তুমি আচীনপুরে-চুপি চুপি
থাকবো দু’জন মিলে ভালবাসার তরে-চুপি চুপি
এতদিন পরে বুঝলে তুমি প্রেমের কথা
ভাব দেখে আমার বেড়ে গেলো মাথা ব্যাথা
তুমি আমার মনেরই মন মোহিনী
সবাই জেনে গেছে আমাদেরই প্রেম কাহিনী
আরে ঘরের মেঝো মেয়ে আমি কি করে ঘর ছাড়ি
তোমার পত্র পেয়ে আমার বাড়ি হলো সব জানা জানি
আমার বাবা আসছে লাঠি নিয়ে চলো পালাই তুমি আমি
আরো সঙ্গে আছে নানা-নানী, চাচা-চাচী, মামা-মামী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




