রোজ তুমি চাপা মারো বেলতলাতে
সবাই কেন পচায় তোমায় দিনে রাতে
রাতে তুমি স্বপ্ন দেখ বড় হবার
ফুঁটো কলসি ভাঙা হাড়ি কাঁধে তোমার
জীবনে দেখেছি কত ধান্দাবাজ
তুমি হলো তদেরই গডফাদার
আন্তঃজেলা ডাকাতের ছিলে সর্দার
তোমার হাতে ছিল শয়তানির পাওয়ার
কাল্লু মামার কিছুই হবে না, লেখাপড়া তারে দিয়ে হবে না
কাল্লু মামা মাস্তান হতে চায়, অগচরে সে ফূর্তী করতে চায়
আরে ওই কাল্লু চোখে মুখে বাল্লু
আমরা জানি তুই একটা ফেলু
চারবার পরীক্ষায় পেয়েছিস গোল্লু
তুই তোর মায়ের একটাই লালু
কতো মেয়ের জীবন নিয়ে করেছো খেলা
নেশার ঘোরে কাটত সারাটি বেলা
চেহারাটা দেখতে হাবা গোবা
তুমি হলো সমাজের গানজু বাবা
ডিয়ারিং ফিয়ারিং কাল্লুমামা
অপরাধ জগত থেকে সরে দাড়া
কতদিন করবি তুই পাপের খেলা
পুলিশের কাছে তুই খাবি ধরা
কাল্লুমামা
সন্ত্রাসি এক নেতা
মৃত্যু নিয়ে তার খেলা
নিজেকে বড় ভাবা
নিজের রাজ্যের রাজা
দেখতে তুমি যে কালা
তার অন্তরেতে জ্বালা
আঁধারে পথ চলা
শেষে ধ্বংস হয়ে যাওয়া
গ্রাম থেকে আশা রহমত মিঞা
লটারিটা না পেয় পাগল হওয়া
দিন আনে দিন খায় কাল্লু মামা
হঠাৎ একদিন আবার খায় যে ধরা
জীবনটা তার যে ছন্নছাড়া
১৪ শিকের পিছে আয়েশ করা
টাকার বিনিময়ে আবার পায় যে ছাড়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




