ছাপ্পান্নো হাজার বর্গমাইল জুড়ে রক্ত আস্বাদনের আদিম উৎসব,
খোলা আকাশের নিচের মাঠ থেকে ছড়িয়ে গেছে শহীদের রক্তে অর্জিত অমর সৌধের পাদদেশের কোল ঘেঁষে।
শহীদের রক্তে পাওয়া স্মৃতির মিনারের পাদদেশ
পায়ের জুতার মূর্ছনায় জরাজীর্ন হয়ে গেছে কয়েক যুগ ধরে,
কখনো বা হয়ে উঠেছে গোচারণ বা ছাগুচারণক্ষেত্র;
আর চলমান সময়ে অন্ধ বিশ্বাসে দংশিত বিবেকের অবক্ষয়ে
থোকা থোকা রক্তের শিলাবৃষ্টিতে হয়ে উঠেছে গো’কোরবানক্ষেত্র।
পথঘাট, মাঠ, জলাশয় সবকিছুতেই রক্তের ফল্গুধারা
প্রবাহমান স্রোতের অসীম বেগে
আত্মত্যাগ-আত্মশোধনের ব্যানারে আত্মভোগের
বাসনা-বিলাসিতায় ন্যূনতম আত্মউপলব্ধি নেই
বীভৎস আদিম-বর্বর প্রথা পালনের তথাকথিত উৎসবে!
অন্তরের হিংস্রতা-পাশবিকতা-বর্বরতা-পশুপ্রবৃত্তি’কে নিধন না করে
আদিমতার হিংস্র প্রথায় উগ্র চিন্তাধারায় আর ধর্মান্ধতায়
আবদ্ধ হয়ে লক্ষ লক্ষ নিরীহ পশু হত্যার
রক্তপাতের উল্লাসে মেতে উঠেছে চারপাশ
পশুবৃত্তিকে অন্তরের মাঝে আয়ত্তের চরম পুলক পূরণের বাঞ্ছায়।
সকল ধর্মের অপর নাম হিংস্রতা ও পাশবিকতা বা পশুবৃত্তি,
হিংস্রতার অপর নাম ধর্মীয় ভিত্তি-যুক্তিহীন সহস্র সহস্র প্রথা,
যা মানবতা ও মানবিক মূল্যবধকে কলুষিত ও দংশিত
করে যাচ্ছে অবিরামভাবে অবিচল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


