যেকোন সরলরেখা একসময় বাঁক নেয়
অনিবার্যতায়।প্রতিটি বাঁকের কাছে স্থাপিত
হয় একটি মাইলস্টোন। সরল জীবনরেখা
এমন করেই সোজা,কখনো বা এঁকে বেঁকে
চলে যায় কোথায়, কে জানে ! প্রতিটি ফলকে
লেখা হতে থাকে তার ইতিহাস...
আমার পাথেয় শুধু তুচ্ছ ধুলোকণা ।
চারটি সরলরেখার উপর দাঁড়িয়ে রয়েছে
যে বাড়িটি, যুথবদ্ধ, তার মাথার উপর
একচিলতে আকাশ আর দ্বাদশীর বাঁকা চাঁদ
আমি শিখে নিচ্ছি সরলরেখার জটিল বিন্যাস...
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




