কিছু কথা থেকে যায় আড়ালে আবডালে !
শাসন-পীড়নে যে কথা হারিয়ে গেছে অনন্ত
গহ্বরে, তাকে তুমি কিভাবে ফেরাবে আজ
সেই কথাটির শরজালে? রাত্রিকে জড়িয়ে যারা
রাত জাগে,পুলকে-বিষাদে অতলে ডুবে
থাকে যে অপেক্ষারতা নারী, তাদের কাছেই
রেখে দিও প্রিয়কথাটির বীজ !
একদিন
সেই কথাটি কাহিনী হয়ে যাবে,
দেখে নিও...
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




