শুরুতে আমার সম্পর্কে কিছু জানিয়ে দেই।
আমি সুমি। বাস করছি লন্ডনে। এখানে প্রায় ৪ বছর ধরে আছি। প্রথমে বাংলাদেশ থেকে এসেছিলাম স্টুডেন্ট ভিসায়, কিন্তু এখন ওয়ার্ক পারমিটে আছি।
আমি আমার দেশকে অনেক ভালবাসি। হয়ত অনেকে ভাববেন তাহলে আমি দেশের বাইরে কেন? ভাবাটাও হয়ত স্বাভাবিক। কিন্তু জীবনের তাগিদে অনেক সময় এমন অনেক কিছুই করতে হয়, যা আমরা বাধ্য হয়ে করি। আর তা আমাদের পছন্দের হোক বা না হোক। এক সময় তাকে স্বাভাবিক ভাবে মেনেও নেই। আমার বেলাতেও তাই হয়েছে। কিস্তু তাই বলে আমি আমার দেশকে কম ভালবাসি না। দেশ থেকে দুরে থেকেও দেশের প্রতি ভালবাসা আমার বিন্দু মাত্র কমে নি, বরং বেড়েছে। দেশের বাইরে থেকে বুঝেছি, দেশের মর্ম। আমার দেশ বাংলাদেশ। আমি একে অনেক ভালবাসি।
আমি একটা মাল্টিনেশ্যানাল কম্পানিতে কাজ করি। তার সাথে জড়িত আছি একটা সোসাল সাভির্সের সাথে। এই জন্যে বিভিন্ন মানুষের সাথে কথা হয় এবং মানুষের সমস্যা জেনে সাহায্যের চেষ্টা করি। তাই ভাবলাম যদি বিভিন্ন সমস্যা নিয়ে এই ব্লকে লেখা যায়, তাহলে হয়ত অনেক সমাধানও পাবো। আবার সেই সমাধান অনেকের নিজ কাজেও আসতে পারে। তাই আশা করি, আমার এই প্রচেষ্টাতে আমাকে আপনারা সাহায্য করার চেষ্টা করবেন।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০০৯ ভোর ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





