চাকরিতে ঢুকেছি প্রায় আড়াই মাস হল। ইন্টারভিউয়ের সময় জিজ্ঞাসা করেছিলাম বোনাস দেয়ার ব্যাপারে নির্দিষ্ট কোন নিয়ম আছে কিনা। যেমন অনেক জায়গায় ৬মাস বা একবছর না হলে বোনাস দেয় না। তখন বলা হয়েছিল, না এরকম কোন নিয়ম নেই।
এখন যখন বোনাস পাবার সময় হয়েছে তখন শুনছি আমাদের কোম্পানি নাকি একবছর না হলে বোনাস দেয় না।
সরাসরি স্যারের কাছে গেলাম। বললাম, স্যার আমাদের সাথে তো এরকম কথা ছিল না।
স্যার বললেন, তোমাদের তো আমি ইন্টারভিউয়ের সময়ই বলেছিলাম যে এক বছরের আগে বোনাস দেওয়া হয় না, তবে তোমাদের ব্যাপারে আমি চেষ্টা করবো। তোমরা তো মাত্র কিছুদিন হল ঢুকেছো। ছয়মাস হলেও না হয় একটা কথা ছিল।
খুব ইচ্ছা করছিল বলতে, স্যার হয় আপনি ভুলে গেছেন না হয় মিথ্যা বলছেন। কিন্তু পারলাম না বলতে।
মাসখানেক আগে আরেকটা চাকরি পেয়ে ছেড়ে দিয়েছি। সেই চাকরিটা যদি এখন পেতাম তাহলে হয়ত স্যারকে কথাগুলো বলে চাকরিটা ছেড়ে দিতাম।
মনে মনে ভাবলাস, ছয়মাস! তাহলে তো কোরবানী ঈদটাও গেল।
স্যার আরও বললেন, তোমাদের জন্য অ্যাডভান্সের ব্যাবস্থা করা হয়েছে। অ্যাপ্লিকেশন জমা দিলেই অ্যাডভান্স পেয়ে যাবে। আর আপতত তা ফেরত দিতে হবে না।
কি আর করা, অ্যাপ্লিকেশন লিখে জমা দিলাম।
আমি যেহেতু প্রকৌশলী, ফাঁকি দিলে সহজে কেউ বুঝতে পারবে না তাই ঠিক করেছি মৌন প্রতিবাদ হিসেবে ঈদের আগে কোন কাজ করবো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



