দুপুরে ব্যাগ গুচাচ্ছি বাড়ি যাবার জন্য। এমন সময় বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি মোবাইল ফোন কোম্পানি থেকে কল আসলো। আমাকে ১৭তারিখে মেডিকেল টেষ্টের জন্য ডাকা হয়েছে। গত মাসে লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়েছিলাম।
ব্যাগ গুছানো বাদ দিয়ে দৌড়ে এসে আরিফকে খবরটা দিলাম। বললাম, তুই বাড়ি যা, ঈদে আমি থাকছি। সে অবশ্য যেতে চাচ্ছিল না। বলল, খুশির খবর বাসায় গিয়ে সবার সাথে শেয়ার কর।
আমি বললাম, আমি তো বাসায় একটা খুশির খবর দিয়েছিই। এখন তুই বাসায় যা তাহলে তো বাসার মানুষও খুশি হবে। দুজনের ফ্যামিলিই ঈদে খুশি থাকবে।
সকালে 'মন খারাপ নিয়ে বাড়ি যাচ্ছি'এই শিরোনামে একটি লেখা লিখেছিলাম। তাতে লিখেছিলাম বন্ধুটিকে ঈদ অফিসে করতে হবে বলে খুব খারাপ লাগছে। আমার বন্ধুটির প্রতি মেহরাব শাহরিয়ার, মুহিব, মুনিয়া,অনিশ্চিত, ইকরাম, আন্ধার রাত, মুকুল, জোনাকি, মানবী, ঝড়ো হাওয়া ও বিহংগ সমবেদনা জানিয়েছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এখন আমি রয়ে গেছি ফ্যাক্টরীতে। এই প্রথম বাবা-মাকে ছেড়ে ঈদ করছি, তারপরও একটুও মন খারাপ লাগছে না। বরং আমার বন্ধুটা বাড়িতে যাচ্ছে এটা ভেবে আরও ভাল লাগছে।
বি.দ্র: এই লেখাটা যখন প্রায় শেষ করে ফেলেছি, তখন ও ফোন করে বলল এইমাত্র ট্রেনে উঠেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



