৭১ সালে আমার গ্রামে কোনো পাকিস্তানী সেনা ঢোকে নি । কারণ আমার গ্রামে কোনো রাজাকার ছিল না । একবার ভাবুনতো বাংলাদেশে যদি একটা রাজাকারও না থাকতো তাহলে কি হতো ?
যারা রাজাকার ছিল তাদের চিন্তাধারাটা কি ছিল ? তারা কি ভেবে রাজাকারের খাতায় নাম লিখিয়েছিলো।
আসুনতো আমরা একটু রাজাকারের শ্রেণীবিভাগ করি।
১.পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র , পাকিস্তান যারা ভাঙ্গতে চায় তারা ইসলামবিরোধী.......এই ভাবনা থেকে রাজাকার।
২.দেশের এই অরাজকতার মধ্যে লুটতরাজ করে কিছু কামিয়ে নেয়াই বুদ্ধিমানের কাজ..........এই ভাবনা থেকে রাজাকার।
৩.নিজের পরিবারকে নিরাপদে রাখার জন্য কেউ কেউ রাজাকার হয়েছিলেন।
৪.নিজের ক্ষমতা প্রদর্শণ এবং অতীত শত্রুতার শোধ নিতে কেউ কেউ রাজাকার হয়েছিলেন।
যদি কেউ আরও শ্রেণীবিভাগ করতে পারেন , দয়া করে আমাকে জানাবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




