
বাংলাদেশ সরকারের আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে কথা রেখেছে ফেসবুক। ঢাকায় এসেছেন ফেসবুকের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা। আগামীকাল রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠক করবেন তারা। জানা গেছে, বৈঠকে বাংলাদেশের তরফে এডমিন বসাতে ও চুক্তি করার বিষয়ে আগ্রহ দেখানো হবে।
তবে কীভাবে বাংলাদেশের সমস্যাগুলোর সমাধান করা যায় সে ব্যাপারে বৈঠকেই আলোচনা হবে বলে জানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ সরকারের আহবানে সাড়া দিয়ে ফেসবুকের দুই কর্মকর্তা ঢাকায় এসেছেন।
সমস্যাগুলো আমরা তাদের জানাব। এ ব্যাপারে তারাও ইতিবাচক বলে আমাদের জানিয়েছে। বৈঠকে দেশের মানুষের নিরাপত্তার জন্য বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া যাবে বলেও আশাবাদী তারানা হালিম।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




