বাংলাদেশে ৮৪টি পর্ণো ওয়েবসাইট বন্ধ করতে পুলিশের পক্ষ থেকে গত সপ্তাহে চিঠি দেয়া হয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে। কিন্তু মঙ্গলবার পর্যন্ত সেই পর্ণোসাইটগুলো বন্ধ হয়নি। এদিকে গত রোববার দুষ্টচক্র পুলিশের তালিকাভুক্ত ৮৪টি পর্ণোসাইটের একটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ছেড়ে দিয়েছে। ওই ছবির নিচে অশ্লীল ভাষাও লেখা হয়েছে।
মহাপুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ এর নির্দেশে অনুসন্ধান চালিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া) নজরুল ইসলাম গতমাসে ৮৪টি পর্ণোসাইটের খোঁজ পান। এরপরই এই ওয়েবসাইটগুলো বন্ধ করার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়। অনুলিপি দেয়া হয় বিটিআরসিকে। কিন্তু মঙ্গলবার পর্যন্ত খোলা ছিল অধিকাংশ ওয়েবসাইট।
পুলিশ হেডকোয়ার্টার্স অনুসন্ধান করে দেখেছে, লুকানো ক্যামেরায় তোলা অথবা অন্য কৌশলে পরিচিত-অপরিচিত মেয়েদের ছবি আর ফোন নাম্বার সংগ্রহ করে তা পর্ণোসাইটে ছড়িয়ে দেয়া হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে পরিচিত বয়ফ্রেন্ডদের মাধ্যমেই এই রুচিহীন, বিকৃত কাজটি ঘটছে। এক্ষেত্রে তাদেরকে নানা ছলনায় প্রতারণা করা হচ্ছে। এই প্রতারিতরা পর্ণোসাইটের শিকার হয়ে হারাচ্ছেন প্রিয় বন্ধুকে। অনেক মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে। ভাঙছে অনেকের সাজানো সংসার।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থেকে শুরু করে গৃহবধূ, টিনএজ এমনকি প্রবীণ ভদ্র মহিলারাও এই বিকৃত অপরাধের শিকার হচ্ছেন। সাম্প্রতিক সময়ে পর্ণোসাইটের শিকার হয়েছেন দেশের গ্লামার জগতের নামী-দামী তারকারও।
উৎস : নোয়াখালী ওয়েব, ৩০ সেপ্টেম্বর ২০০৯।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




