
পাঁচদিন বন্ধ রাখার পর সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেইসবুক খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান জিয়া আহমেদ বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফেইসবুক কর্তৃপক্ষ বলেছে, তারা ইসলামবিরোধী দুটি ফ্যান পেইজ এবং একটি অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে। আরেকটি অ্যকাউন্টও সরিয়ে নিচ্ছে।"
তিনি বলেন, ওয়েবসাইট কর্তৃপক্ষ ভবিষ্যতে 'সমস্যাসংকুল' বিষয়ের ক্ষেত্রে স্থানীয় নিয়ন্ত্রকের সঙ্গে একযোগে কাজ করতে রাজি হয়েছে।
ফেইসবুকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা জো সুলিভানের উদ্ধৃতি দিয়ে জিয়া আহমেদ বলেন, "তিনি বলেছেন, আমি বাংলাদেশের সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে সজাগ থেকে বাংলাদেশে ফেইসবুকের নিরাপদ ব্যবহারের বিষয়টি নিয়ে কাজ করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম হতে কাটকপি পেষ্ট
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১০ দুপুর ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




