রাজধানীর আগারগাঁওয়ে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার বার্ষিক মেলা শুরু হচ্ছে ২৮ জানুয়ারি। সিটিআইটি ২০১০ নামে দশমবারের মতো আয়োজিত এ মেলায় এবারও থাকছে প্রযুক্তির সর্বশেষ পণ্যের প্রদর্শন এবং পণ্যে বিশেষ ছাড়ের সুবিধা। কম্পিউটার সিটিজুড়ে আয়োজিত এ মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
মেলার আয়োজন সম্পর্কে বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান গতকাল সোমবার প্রথম আলোকে জানান, এবারের মেলায় বিশেষ মূল্যে সেরা পণ্য গ্রাহকদের হাতে পৌঁছানোর চেষ্টা থাকবে। তিনি জানান, এবারই প্রথম পুরো মেলা প্রাঙ্গণ তারহীন উচ্চ গতির ইন্টারনেট ওয়াইম্যাক্সের আওতায় থাকছে। মেলার দর্শকেরা বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে।
মেলার আহ্বায়ক এ এস এম আবদুল মুক্তাদির জানান, বিসিএস কম্পিউটার সিটির ১০ বছর পূর্তির একটি উপলক্ষ্য থাকছে মেলায়। পাশাপাশি মেলায় সর্বশেষ প্রযুক্তিপণ্য প্রদর্শন ও বিক্রি—উভয় ক্ষেত্রেই বিশেষ সুবিধা থাকছে। মেলা উপলক্ষে পুরো সিটিআইটি প্রাঙ্গণ বিশেষভাবে সাজানো হবে। থাকছে গেম প্রতিযোগিতা, ডিজিটাল ছবি তোলার প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। পাশাপাশি মেলার মূল মঞ্চে প্রতিদিন থাকছে গুণীজন সংবর্ধনা ও বিশেষঅনুষ্ঠান। কম্পিউটার সিটির তৃতীয় তলার খোলা জায়গায় (টেরেসে) থাকছে সফটওয়্যার ও বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের প্রদর্শনী। মেলার টিকিটের মূল্য ১০ টাকা। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিদিনের টিকিটের ওপর থাকছে র্যাফেল ড্র এবং পুরস্কার হিসেবে থাকবে একটি করে ল্যাপটপ কম্পিউটার। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলা চলবে। —নুরুন্নবী হাছিব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





