কেমন আস্তে আস্তে সে পৃথিবীতে একটু একটু করে আলো পড়লো ! একদিন অভিব্যক্তিগুলো সব অপ্রকাশিত ছিলো। হাসিন ও তাঁর ব্রিলিয়ান্ট সাঙ্গো-পাঙ্গোড়া উপহার দিলেন- ইমোটিকনস-এর চমক লাগানো অপার ঝলক...।
একদিন এতোপ্রিয় আনন্দের বর্ণমালারা রঙহীণ ছিলো । হঠাৎ এক আশ্চর্য্য দুপুরে এস এম মাহাবুব মোর্শেদ পরমাশ্চর্য্য বিপুল ধৈর্য্যে শেখালেন- অক্ষর ফরমেটিং এর নানা টেকনিকস। এলো রঙ---এলো গাঢ়ত্ব, লেখকের অনুভব, অধিক গুরুত্বে সামহয়্যার ব্লগের পাতায় চিহি্নত করে দিতে ! ,,,
এলো নতুন পরিচালনা ও এডিটিং প্যানেল । এলো হাসিনের অন্যরকম আরো দ্যুতি । এলো ইউনিকোড, এলো দীর্ঘ পথযাত্রায় মোবাইল ফোনের ভেতরেও সামহয়্যারের ভালবাসার বিস্ময়কর প্রকাশ!
এলেন আরো কতোজন । জুয়েল, ডার্কলর্ড, আশার আলো, আওয়াজ ,ত্রিভুজ - সব এক এক জন ইর্ষণীয় মেধাসম্পন্ন আইটি পারসন । তাদের প্রযুক্তি মেধার আলোয়- আমাদের ব্লগ আলোকিত হয়ে ওঠে প্রায়শঃই। তাদের নিত্য নতুন পরিকল্পনা, প্রযুক্তি ভাবনা আর ভালবাসার আবেগে সিক্ত হয়ে- ব্লগ হয়ে যায় ভীষণ সুন্দর- নীল আনন্দের এক গোলাপ.......।
আজ রাতে সেই নীল গোলাপ ফুটে উঠলো নতুন এক ছন্দিত সুরভিতে। যোগ হলো এনিমেটেড পিকচার ফাইল আপলোড করার অনবদ্য নতুন এক ফাটাফাটি সুযোগ।....
ভাবছি এভাবেই হাসিন তার অসাধারণ কর্মদীপ্ততায় এক একটি ইতিহাসের অসাধারণ 'অংশ' হয়ে যাবেন। আর আমরা অনন্তকাল আমাদের উচ্ছসিত হৃদয়ের অর্ঘ্য ঢেলে তার অগ্রযাত্রার পথে - পাঠিয়ে দেবো এভাবেই --নীল নীল সব নতুন গোলাপের --অমৃত সুন্দর অফুরান শুভেচ্ছা ।...
ভালো থাকুন হাসিন, অপরূপ অসাধারণ সব কর্মের মাঝে ভালো থাকুন ।
সেই সাথে ভালো থাকো ব্লগ, ভালো থাকো ব্লগার বন্ধুরা, ছন্দায়িত নব-রাগে।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০০৬ সকাল ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



