ছোট সময় স্বাধীনতা যুদ্ধের উপর একটি প্রবন্ধ পড়ে ছিলাম, যার মূল বিষয়বস্তু আমি যতটুকু বুঝতে পেরেছি তা হচ্ছে সার্বিক অবস্থার প্রেক্ষাপটে স্বাধীনতা যুদ্ধ ছিল 'সময়ের প্রয়োজন' মাত্র। সে যাই হোক, আজ আমরা স্বাধীন জাতি হিসেবে নিজেদেরকে উপস্থাপন করছি যা শুধুমাত্র মৌখিক দাবী হিসেবে বিবেচ্য কারণ আপনি জানে যে, স্বাধীনতা অর্জনের চেয়ে, রক্ষা করাই কঠিন এবং এর বাস্তবতা আমরা সাধারণ জনগণ চরমভাবে উপলদ্ধি করতে পারছি।
আমিসহ আমার মত অনেক জনগণই বিশ্বস করে যে, বর্তমানে ও অতীতে যে সকল ব্যক্তিবর্গ ক্ষমতায় এসেছেন তারা কেউই দেশকে ও দেশের মানুষকে ভালবাসেন না এবং দেশ ও দেশের মানুষের জন্য কাজও করেন না। বর্তমান পরিস্থিতি এটাই বলে দিচ্ছে যে, ব্যক্তি, দল ও ক্ষমতাকে কেন্দ্র করেই এ দেশের রাজনৈতিক দলগুলো গড়ে উঠেছে। বাংলাদেশের বর্তমান প্রধান চারটি দলের কোন একটি দলকে আমি পছন্দ করতে পারছি না এবং ভবিষ্যতে কোন দলকেই ভোট দিতে আমি আগ্রহী নই। বাংলাদেশের প্রধান চারটি দল দিয়ে কি হবে আর কি হবে না সে প্রশ্ন নয়, বরং তাদের সার্বিক কার্যক্রম চরম সীমানাকে লঙ্ঘণ করছে। আমি আন্তরিকভাবেই মনেকরি, এখন নেতৃত্ব পরিবর্তনের সময়।
সর্ব প্রথম আমার ব্যক্তিগত ও পারিবারিক কাজকর্ম, চিন্তা চেতনা ও মানসিকতার পরিবর্তন প্রয়োজন। হয়ত, এভাবেই আমরা একদিন সত্যিকারের নেতৃত্বকে বেছে নিতে পারব, ইনশাল্লাহ।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




