কিছুক্ষণ আগে আম্মু একটা একটা মোরগ নিয়ে বাসায় ফিরল।এবং ৩২ টা দাঁত বের করে হেসে বলল- তোমার জন্য!খুব খুশি মনে হল মা'কে-খুব বেশি খুশি হলে মা আবার আমাকে আর প্রমিকে তুমি করে বলে।

কিন্তু আমি বুঝলাম না এত খুশি হবার কারণ কি!আম্মু কি মোরগ পোলাও রান্নার আনন্দে অতি উচ্ছ্বাসিত??পরে জানা গেল,এটা নাকি আমাদের পোষা মোরগ হতে যাচ্ছে!

আমি বুঝি না-মুরগি হচ্ছে কেটেকুটে খেয়ে ফেলার জিনিস,একে পোষার কি আছে!একে নিয়ে মর্নিং ওয়াকে বের হওয়া যাবে না,রাতে কোলবালিশ বানিয়ে ঘুমানো যাবে না,মন খারাপ থাকলে একে কোলে নিয়ে সুখ-দুঃখের গল্পও করা যাবে না।

তার উপরে আমি আবার মুরগি ভয় পাই।

আম্মুর ওপর এত রাগ লাগছিল!

আমি কয়েকবার তাকে বললাম,মা,মুরগি পালার আমার কোন শখ নাই।তুমি একে ফেরত দিয়ে আস।নাহলে স্যুপ বানিয়ে ফেল।স্যুপ খেতে ইচ্ছা করছে।

আম্মু আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল,আমার তো মুরগি পোষার অনেক শখ,জানিসই তো!

আমি আর কিছু বললাম না।কিচেন থেকে মোরগ সাহেবকে একটু ভাত এনে দিলাম।সে কিছু বলছে না,নড়াচড়াও করছে না।সম্ভবতঃ ঘটনার আকস্মিকতায় হতভম্ব।খাচ্ছেও না,ঝিম মেরে বসে আছে।আমার একটু একটু মায়া হতে লাগল,আহারে বেচারা!আমি ওর মাথায টোকা দিয়ে একটু আদর দিয়ে দিলাম; আর ভাবতে লাগলাম-একটি মোরগ শিশুর ১০০ টি আধুনিক ও সুন্দর নাম কি কি হতে পারে!
[ আমার মোরগ সাহেবের জন্য ব্লগার আপিমণি ও ভাইয়াদের কাছেও নাম আহ্বান করা হচ্ছে!

]
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১১ বিকাল ৫:২২