শ্রাবন্তী তুমি সুধু একটি মোটা মেয়ে।
কথায় বেকথায় ঠোট বাকা করে হাসো,
মারুফের সাথে ওঠোবসো,
মধ্যবয়সী চেহারায় করো ছুড়ির অভিনয়।
শ্রাবন্তি, বেহায়া আর কারে কয়!
কালো কুটকুটে হাসান ভাইয়ের সাথেই
তোমায় মানায় ভালো,
যতোই মেকআপ নাও ভুলে যেওনা
সোনা, তুমিও কালো।
তোমার সানসিল্ক চুলে
গোছা গোছা পরগাছা।
খুব জোরে হাওয়া এলে
উড়ে গিয়ে বেরিয়ে পড়ে টাক।
শ্রাবন্তি, তবুও তোমায় কবিতা লিখি,
দরকার থাক বা না থাক।
এবারের বই মেলায় অমিতের বই
কিনতে স্টলের সামনে থেকে নড়ো নাই।
যদিও কোনো বই কোনদিনও পড়ো নাই।
সুন্দর ছেলে দেখে তোমার সেই দাত বাকানো হাসি,
মোহময় দেখে অমিতের সে কী হাসাহাসি।
তুমি বানান করে করে পড়ে ফেলো বইয়ের নাম,
গন্দম মানে কি? জিগাও।
আমি কই, তা দিয়ে তোমার কাম?
জেবতিকের ধুলিমাখা চাঁদ দেখেই
একটু শান্তি পাও,
ক-অক্ষর ছাগমাংস হোক,
দেখেছো ছবিটা কী দারুণ?
হ, ঠিকই কইছো।
আবারও ঠোট বাকাও
মেকআপের ঝাঁজ চলে গিয়ে সারামুখে উকি দেয় ব্রন আর ব্রন।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




