Sky view থেকে নেয়া ছবি
সত্যিই অবাক লাগে মরুভূমি আর জলরাশির এমন সমাহার দেখলে!facebook upload করা বন্ধুর ছবি দেখে মনে হলো এত সুন্দর আর এত রহস্য কেন প্রকৃতির!মাঝে মাঝে নিজেকে এত সৃষ্টির বিশালতায় অনেক ক্ষুদ্র লাগে আর এগুলা দেখলে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলি...
অথচ মানুষই প্রভাব খাটাচ্ছে প্রকৃতির উপর..
আমরা মানুষেরাই পারি এই সৌন্দর্যকে বাঁচাতে আর ধ্বংস করতে।তবে মনে রাখা উচিত সে ধ্বংস মানবজাতিকেও একদিন ধ্বংস করবে।নিজেদের অস্তিত রাখার জন্যে হলেও এখুনি সবার উচিত নিজ দ্বায়িক্তে প্রকৃতিকে বাচানো। যদি সবাই ছোট ছোট উদ্যোগ নেন দেখবেন সবারটা মিলে সেটা কত বড় উদ্যোগ হয়. আজ থেকেই নাহয় অপ্রয়োজনে light off করে,পানি পড়া বন্ধ করে ,ধুমপান না করে, ঘরে বাইরে কিছু গাছ লাগিয়ে পৃথিবীর ঋণ একটু নাহয় শোধ করলেন.তাতে উপকার আর সাশ্রয় কিন্তু আপনারও.
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




