যুদ্ধাপরাধীর বিচার নিয়ে এত মিসিল ,মিটিং,সেমিনার ,শেষ পর্যন্ত এদের বিচার কি আসলেই হবে?যদি হয় তা কি হতে পারে?
বঙ্গবন্ধু সাধরন ক্ষমা ঘোষনা করেছিলেন।তবে সেটা সব যুদ্ধাপরাধীর জন্য প্রযোজ্য ছিল না।
যা কেবলমাত্র ছোটখাট ভুল করা ছিঁচাকে অপরাধীদের জন্য ।
ফাঁসি,যাবৎজীবন কারাবাস নাকি দাহ। কেমন বিচার উপযুক্ত ?
এক মুক্তিযোদ্ধার ভাষ্য অনুযায়ী.........................যুদ্ধক্ষেত্রে আমার এ অন্ধত্ব নয়,যতটা কষ্ট হয়েছিল যুদ্ধক্ষেত্রে তার থেকেও ঢের ক্ষতি হয়েছিল এলাকার এক
বদমাস রাজাকারের জন্য।যে কিনা আনন্দের উল্লাস করতে করতে আমার একটি চোখ
খুচিয়ে বের করে আমারই হাতে ধরিয়ে দিয়েছিল।
হাসি পায় যখন শুনি ওদের নাকি আবার বিচার হবে।যদি সত্যি ওদের একটি একটি
করে চোখ উপড়ে ফেলা যেত ,তারপর এক এক করে অঙ্গপ্রত্যঙ্গ তারপরও আমার শান্তি
হবে না কারন ওদের তো সম্ভ্রম বলে কিছু নাই যেটা চোখ এর মতো উপড়ানো যাবে।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




