
এলোমেলো চিন্তারা অনুমতির তোয়াক্কা করে না
জবরদখল চালায় মনভূমিতে
ভাবনার চোরাস্রোতে তলিয়ে যেতে যেতে
অতলকে ছোঁয়ার ইচ্ছেতে ক্ষয় ধরে!
হেরে যাওয়ার সুবিধা একটাই
বেদনার মেঘের সাথে চেনা-জানা হয়ে যায়!
আবেগের জলমিছিল এসে মিশে যায় নির্লিপ্ত চরাচরে!
আর -
আশালতারা নড়েচড়ে ওঠে ধীরে ধীরে
তারাও আজ বেপরোয়া হতে শিখে গেছে!
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৯ রাত ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



