
©কাজী ফাতেমা ছবি
=সেই ঐতিহাসিক সাত'ই মার্চ=
একাত্তরের সাত মার্চ, ঝরেছিলো কথার তুফান মাইকের হাওয়ায়
গর্জে উঠেছিলেন বাংলার বন্ধু শেষ মুজিবুর রহমান,
আর পাক সেনারা নিরবে পুড়েছিলো রোষানলের তাওয়ায়;
সেই ঐতিহাসিক ভাষণ আজও বাংলার আকাশে বহমান।
কয়েক দফা দাবী ছুঁড়ে দিয়েছিলেন হায়েনাদের সম্মুখ
উত্তাল জনতা স্বাধীনতার ঘোষণা শুনতে
হয়ে ছিলো অপেক্ষায় উন্মুখ,
শুরু করেছিলো বাংলার মানুষ দিন গুনতে।
তিনি বলেছিলেন ঝাঁঝালো কণ্ঠে, তোমরা ঘরে ঘরে তৈরী করো দূর্গ
মোকাবেলা করতে হও প্রস্তুত, তোমাদের যা আছে তাই দিয়ে
ছেড়ো না হাল, অবিশ্বাসের দুয়ারে মারো তালা, ছেড়ো না বাংলার মাঠি এক বর্গ
ইনশাআল্লাহ তোমরা বাংলার জয় আনবে নিশ্চিত ছিনিয়ে।
আঙ্গুল তুলে বলেছিলেন হায়েনাদের, বুকের উপর গুলি চালাতে করো না চেষ্টা
ভালো হবে না, সাত কোটি...
...বাকিটুকু পড়ুন