কারো কারো জন্য বুকের ভেতর কেমন জানি করে
মধ্য দুপুরের তপ্ত হাওয়া বুকের জমিন পুড়িয়ে দেয়
মনের আকাশে উঁকি দেয়া চাঁদ ঢেকে যায়
বিরহী মেঘের ছায়ায়, শ্বেত পদ্মের চমকিত আলোর মতোন
জ্যোৎস্না ঢেকে যায় নিকষ কালো অমাবস্যার আঁধারে।
কারো কারো জন্য শুষ্ক ঠোঁটের কোনায় উঁকি দেয় মৃদু হাসি
চোখের নোনা জলে ঢেউ খেলে যায় সুনামির পুর্ব সংকেতে
অধর ভেজে নিরব বেদনার ঝর্না ধারায়।
কারো কারো জন্য রাত্রী কখনোই দিনের দেখা পায় না
ভোর হয় না নতুন কোন শুরু প্রতিশ্রুতির আলোক রশ্মি হয়ে
কেবলি আঁধার হয়ে রয় প্রতিশ্রুতিময় ক্ষন গুলি।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৪০