কোন কালে বাঙ্গালী হয়েছিলো বাধ্য?
এমনতো হয় নাই কোন কালে কারুর সাধ্য
মুঘলরা পারে নাই ব্রিটিশ তো ব্যার্থ
কোনো কালে বাঙ্গালী কি হয়েছিলো বাধ্য ?
মায়ের ভাষায় কইতে কথা
জান দিয়েছে রাস্তায়।
স্বাধিনতার হিসেব নিকেস
মেলেনি তাও সস্তায়।
সেই বাঙ্গালীর এখন সমায় গপ্পে কাটায়
মুড়ি মুড়কি আর খাস্তায়।
মাথা নোয়াবার জাতী নয় এরা
মাথা গলাতে ওস্তাদ
পরের ধনে পোদ্দারিতে এক্কে বারে সিদ্ধহাত।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২৩ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




