গোধূলির স্বর্ণ রঙে আলোয় আলোয়
তোমায় দেখেছি,
নদীর ধারে ঢেউয়ে ভাঙা জলের ছায়ায়
স্বপ্ন এঁকেছি।
গোধুলির স্বর্ণ রঙে আবেশ মেখে,
তোমার মুখে যেন এক স্বপ্ন রেখেছি।
নদীর জলে ভেসে আসে কুয়াশার গান,
সেই সুরে সুরে তোমাকে খুঁজেছি।
তুমি এসেছিলে কি অলস বাতাসে,
নীরব নদীর ঢেউয়ে মন ভেসেছিলো যে।
অবচেতনে গেঁথে থাকা স্মৃতির আয়নায়,
তোমার ছায়ায় যেন নিজেকে পেয়েছি।
গোধূলির শেষ আলো মুছে গেলে,
তোমার ছায়া যেন মিলিয়ে যায় দূরে।
তবু মন কাঁদে, তোমার স্পর্শে মিশে,
অদেখা স্বপ্নের মাঝে, তোমায় খুঁজে ফিরে।
রাতের নীলে ভরা আকাশের তারায়,
তোমার হাসির রেখা যেন সেখানে জ্বলে।
জলছোঁয়া বাতাসে, নিস্তব্ধ নদীর তীরে,
তোমার অস্তিত্ব আজও হৃদয়ে দোলা তোলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


