
এই শহরের
কংক্রিটের দেয়ালের ভেতরে কত কথা জমে থাকে জানো?
কে শোনে সেসব কথা? কেউ না।
নিজের মনের ভেতর শুধু ঘুরপাক খায়।
এই পুরো শহরজুড়েই আমার সেই না বলা গল্পগুলো ছড়িয়ে আছে।
তাই হয়তো নিজেকেই চুপচাপ হেঁটে যেতে হয়, নিজের রাস্তা ধরে।
রাতের মতোই নীরব সবকিছু।
আলো ছায়ার ফাঁকে ভেসে ওঠে নামহীন কত গল্প।
কেউ সেগুলো শুনতে আসে না।
তবুও অদ্ভুতভাবে শব্দগুলো ছড়িয়ে যায় চারপাশে।
স্বপ্নগুলো যেন ধোঁয়ার চাদরে ঢাকা পড়ে আছে।
বিলবোর্ডের আলোয় ঝুলে থাকে তারা,
কখনও কখনও চোখের পাতায় টের পাই
আধো ঘুমের মাঝে একধরনের আঁধার কাটার ব্যথা বুকে বাজে ।
চেনা মুখ দেখি রাস্তায়,
কিন্তু সেই চাহনিতে অচেনা শীতলতা।
জ্যামের ভিড় আর ক্লান্তির মিছিলে হাঁটতে হাঁটতে
আমি একাই চলি।
পকেটে সময় রাখার ফুরসতই নেই।
তবু অদ্ভুতভাবে দিনলিপিটা বয়ে বেড়াই প্রতিদিন।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২৫ দুপুর ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




