
আবার ঠিক কোন জন্মে তোমায় পাবো
এটা আমার জানা নাই
এ জন্মেই নাহয় তোমায় ছুলাম,
অন্য জন্মে তুমি হয়তো আকাশ হবে,
আমি পথের ধুল কিংবা কাকচক্ষু জল।
এ জন্মে ছিল শুধু ছোঁয়ার অজুহাত,
নয়ন ভেজানো কিছু অব্যক্ত শব্দ।
তবুও ভালোবেসে ফেলেছি বারণ পেরিয়ে,
হয়তো তাই, আবার ঠিক কোন জন্মে
তোমায় পাবো ভেবে, আজও বেঁচে আছি।
হয়তো সে জন্মে বসন্ত হবে চিরকাল,
তুমি থাকবে কুঁড়ির গভীরে
আমি হাওয়ায় ভেসে আসা বাউল সুর,
মিষ্টি কোণ সুবাস হয়ে তোমায় ছুঁয়ে যাবো।
সে জন্মে হয়তো কথার দরকার হবে না,
চোখের ভাষা হবে সব প্রশ্ন, সব উত্তর।
অখণ্ড নীরবতার আড়ালে
আমরা খুঁজে নেবো আমাদের গল্প।
আর যদি নাইবা পাই কোনো জন্মে তোমায়,
তবে এ জন্মের সুবাস নিয়ে ঘুরে বেড়াবো
আরেক জন্মের অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২৫ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




