আজ সারাদিন অজান্তেই তোমায় খুঁজেছি,
চায়ের কাপের ধোঁয়ায়, জানালার আলোয়,
পাহাড়ের ছায়ায়, সমুদ্রের ফেনায়,
ভেজা ঘাসের গন্ধে,
যেখানে ছুঁয়েছি, মনে হয়েছে তুমি আছো,
চুপচাপ, ঠিক পাশে।
তুমি মানে শুধু তুমি না,
তুমি মানে একটা সময়,
একটা নিঃশব্দ অনুভূতি,
যেখানে ক্লান্তি এসে বিশ্রাম খূজে নেয়।
আজ সারাদিন তুমি ছিলে
বৃষ্টির ঘ্রাণে, ঘাসফুলের হাসিতে,
সুনীলের কবিতার অসমাপ্ত লাইনে
অনুভবহীন ছোঁয়া হয়ে,
নীরব ভালোবাসায়।
আজ সারাদিন আমি তোমায় ডেকেছি,
নীরব আর্তির মতো।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


