শীৎকারিত প্রেমের অভাবে কাতর আমি,
জোৎস্নার কামনায় জেগে ওঠে বুকের তৃষ্ণা।
তোমার ঠোঁটের ঘায়ে লেগে থাকা আগুনের স্বাদ,
আর ভেজা সুবাসিত কেশের জলে তপ্ত শরীর।
রাত্রি আজ নদীর মতো, কাঁপে উজান ভাটায়,
অথচ তীরে এসে দেখি তুমি নেই,
রয়ে গেছে কেবল জোছনা, আর নিঃশ্বাসের উষ্ণতা।
প্রেম তো শুধু আদর নয়,
এ এক নোনা ঘামভেজা আরাধনা,
যেখানে প্রতিটি নিঃশ্বাসে কেবল তোমারি উষ্ণতা খুজি।
তবু তুমি দূরে,
আর আমি নিঃস্ব, জ্বালাময়, প্রার্থনার মতো একাকী,
শীৎকারিত প্রেমের অভাবে আজও কাতর আমি।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


