somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডানকি : হঠাৎ দেখে ফেলা

২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ডানকি : হঠাৎ দেখে ফেলা



সকালে বের হলাম কুইন্স ল্যান্ডের গোল্ডকোষ্টের দর্শনীয় দৃশ্য উপভোগ করতে
হাতে কিছু সময় ছিলো, গাইড বল্ল, এই সময়টা একটা ছবি দেখা যায়,
আমি প্রথম আপত্তি করলাম ।
বল্ল নামকরা একটা ছবি , নাম বলতে পারছিনা তবে শাহরুখ খান আছে ,
রাজি হলাম শাহরুখের নাম শুনে, এমনিতে এখন আর ছবি দেখা হয়না,
কাজের চাপে, ছবি দেখার সুযোগ ।
স্হানীয় সময় বেলা ২.০০ টা শুরু হলো : ..... ...... ...... ..... ....
.
ডানকি : রিভিউ দিলাম

ডানকি অর্থ কি তখনও জানিনা , শুরুতেই মেয়েটার কথা বলার ভাব দেখে মনটা সেট হতে শুরু করল,
আর ভাবছি এর অর্থ কি ? ছবি এগিয়ে চলছে, শাহরুখ খানের আগমন ঘটল নাটকীয়তা দিয়ে,
তার চমৎকার চমৎকার সব ডায়লগ মজা পাচ্ছিলাম, কখন যে খুব মগ্ন হয়ে দেখছিলাম , টের পেলাম ''ইন্টারভিশনে''
আসলে ডানকির কোন অভিদানিক প্রতিশব্দ আছে বলে জানা নাই , ছবিতে যা বুঝাতে চেয়েছে ....
এটি একটি প্রতীক রুপে ব্যবহৃত, শাহরুখ বলতে চেয়েছে :
'বিদেশে উন্নত জীবনের সন্ধানে মানুষের যাবার সহজ সরল রাস্তা থাকে না তখন সে ,
যে সব ঝুঁকিপূর্ণ যাত্রা করে, 'গাধা ট্রাভেলস' নামে পথটি পৃথিবীর অনেকেই ব্যবহার করে নিজ জীবনের বাজী রেখে।
ছবিতে মুল সুর মনে হয় আমি লক্ষ্য করেছি :-
মানুষ প্রয়োজনে এই চলে যাওয়া,
ভবিষ্যতের সন্ধান করা, সবসময় নিজের মনটি শিকড়ের সন্ধানে ঘুরে ।
"আপনি যেখানেই থাকুন না কেন, মনের আকাঙ্ক্ষা ঠিক থেকে যায়, তাই তো আবারও ডানকির পথে
ফিরে আসার আকাঙ্খা থাকে ।
২৫ বৎসর সাধনা করে বৃটিশ পাসপোর্ট পাবার পরও মনের আকাঙ্খার জন্য ফিরে আসা ।
এখানেই বোধহয় দর্শকের মনটা জিতে নিয়েছে ।
‘ডানকি’ বোদ্ধা সমাজের আকাশ সমান প্রত্যাশা নিয়ে মুক্তি পেল সারা বিশ্বে একই দিনে ।
মুক্তির পর দর্শক অনুরাগীদের প্রত্যাশা কতভাগ পূরণ করতে পেরেছে তা প্রমান হবে আগামী কিছুদিনের মধ্যে ।
তবে আমি যে , ছবিটি প্রথম রিলিজের প্রথম শো দেখছি তাও জানা ছিলনা, কিন্ত মনটা খারাপ ছিল ।
এত বড় বাজেটের ( ১২০ কোটি রুপি ) ছবি হলে ২৫০ দর্শকের সিট আমরা মাত্র ৪০/৪৫ জন দর্শক ছবিটি দেখছি ।

ডানকি সিনেমার গল্পে দেখা যায়, হার্ডি (শাহরুখ খান) পেশায় একজন সেনা অফিসার ছিলেন। যিনি যুদ্ধে গুলিবিদ্ধ হলে
এক অ্যাথলেট তাকে প্রাণে বাঁচায়। সেই অ্যাথলেটের টেপ-রেকর্ডার ফেরত দিতে গিয়েছিল হার্ডি, তখনও জানতেন না
বন্ধুটি জীবিত নেই । তিনি সেই বাড়িতে ফেরত দিতে গিয়ে মুগ্ধ হয়ে পড়েন মনুর (তাপসী পান্নু)।
কিছু বন্ধুসহ নতুন জীবনের সন্ধান পান হার্ডি।

আবার মনু এবং তাঁর বন্ধুরা নিজেদের সুন্দর ভবিষতের জন্য বিদেশ যেতে চান,
কিন্তু দুর্বল ইংরেজির জন্য ভিসা পান না। তখন প্রেমিকা এবং বন্ধুদের স্বপ্নপূরণের লক্ষ্য নিয়ে হার্ডি সাহস করে
গাধা ট্রাভেলের উপর ভরসা রেখে যাত্রা শুরু করেন লন্ডনের উদ্দেশ্যে। এই যাত্রাই হলো ডানকির গল্প।

শাহরুখ খানের পাঠান ও জওয়ানের মতো সিনেমা আলোচনায় থাকলেও ডানকি ছিল ডিসেম্বর '২০২৩ এর দর্শকদের আকাঙ্খার কেন্দ্রবিন্দুতে। রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে কাজ এই প্রথম করলেন শাহরুখ খান।
সবার দৃষ্টি এজন্য যে , একদিকে বলিউডের সবচেয়ে গুণী নির্মাতাদের মধ্যে অন্যতম হিরানি, অপরদিকে সুপারস্টার শাহরুখ খান।
Dunki 2

শাহরুখের সঙ্গী হিসেবে তাপসী পান্নুও ছিলেন চোখে পরার মতো। তাঁর পারফরম্যান্সে যে আত্মবিশ্বাস দেখা গেছে তা মন জয় করেছে আমার। মনুর চরিত্রটি তাপসী পান্নু সফলভাবে করছেন বলে আমার বিশ্বাস ।
বাল্লি এবং বুগু চরিত্রে অনিল গ্রোভার এবং বিক্রম কোচার ভালো পারফরম্যান্স করেছেন।
ছবিটি প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং রাজকুমার হিরানি। রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের নেতৃত্বে বোমান ইরানি, তাপসী পান্নু, ভিকি কৌশল, বিক্রম কোচার এবং অনিল গ্রোভারের মতো তারকারা অনন্য চরিত্রে অভিনয় করেছেন।



ছবিতে চোরাপথে মানুষের দেশ ত্যাগের আক্ঙ্খার উপর কিছু নীতি বাক্য জোরালো ভাবে তুলে ধরা হয়েছে ।
এটাও বলা হয়েছে যে, বিগত ১৪০ বৎসর আগে এই নিয়ম ছিলোনা । এখন নিয়মটি শুধু মাত্র গরীব মানুষের জন্য
বড়লোক/ অর্থ বিত্তশালীদের এই নিয়ম ঠেকাতে পারেনা ।


ফিরে দেখা :
শাহরুখের সবচেয়ে কম বাজেটের সিনেমা বলা হচ্ছে ‘ডানকি’।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে,এই ছবির জন্য নির্মাতা রাজকুমার হিরানির শুটিংয়ে খরচ হয়েছে মাত্র ৮৫ কোটি রুপি! প্রিন্টিং ও পাবলিসিটির খরচ যোগ হলে আনুমানিক ১২০ কোটি ভারতীয় টাকা ।
হিসাবে ধরা হয়নি শাহরুখ খান, ভিকি কৌশল, তাপসী পান্নু এবং রাজকুমার হিরানির পারিশ্রমিক।
সিনেমার লাভের অংশ থেকে অর্থ পাবেন শাহরুখ, প্রযোজক ও নির্মাতা।
স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ডানকি মুক্তির প্রথম দিন ভারতে ৩০ কোটি রুপি আয় করেছে। যদিও শাহরুখের অন্য দুই ব্লকবাস্টার পাঠান ও জওয়ানের তুলনায় ডানকির উদ্বোধনী আয় অনেক কম।
বক্স অফিসে ১ম দিন প্রত্যাশিত আয় করতে না পারলেও মুক্তির পর দর্শক-অনুরাগীদের প্রত্যাশা শতভাগ পূরণ করতে পেরেছে ডানকি।
সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় এবং সামাজিক মাধ্যমে সমালোচকদের পজিটিভ রিভিউ আশার সঞ্চার করছে।
সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪১ মিনিট। সিনেমার দর্শক যারা ১২ বছরের নিচে, তাদের জন্য উপদেশমূলক বার্তা যুক্ত করা হয়েছে ডানকিতে। সিনেমার শুরুতে এবং বিরতির পরপরই ধুমপানবিরোধী বার্তা যোগ করা হয়েছে।
শুরুর দৃশ্যে একটি শব্দ বদলে লেখা হয়েছে ‘ইমিগ্র্যান্টস’ বা অভিবাসী।
‘আত্মহত্যা কোনো সমাধান নয়’ সেই বার্তাও যুক্ত করা হয়েছে।

DUNKI : Song > Sonu NIgam
এই লিংকের গান ও তথ্য শুনুন কেন এই ছবিটি জনপ্রিয় হতে যাচ্ছে । views : 36.58 লক্ষ within 13 hours ago
আপডেট ৩১'শে ডিসেম্বর ২০২৩ : বিশ্বব্যাপী বক্স অফিসে ছবিটির আয় ৩৮০.৬০ কোটি রুপি, যা ভারতে ২০০ কোটি এবং বিশ্বব্যাপী ৪০০ কোটির মাইলফলক অতিক্রম করার পথে রয়েছে।

*** ছবিটি দেখুন আপনি ও কিছু বলুন ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাঁদ কুঠরির কাব্যঃ মিসড কল

লিখেছেন রানার ব্লগ, ০২ রা মে, ২০২৪ রাত ৯:৫৫



নতুন নতুন শহরে এলে মনে হয় প্রতি টি ছেলেরি এক টা প্রেম করতে ইচ্ছে হয় । এর পেছনের কারন যা আমার মনে হয় তা হলো, বাড়িতে মা, বোনের আদরে... ...বাকিটুকু পড়ুন

হিটস্ট্রোক - লক্ষণ ও তাৎক্ষণিক করণীয়

লিখেছেন ঢাকার লোক, ০২ রা মে, ২০২৪ রাত ১০:০৭

সাধারণত গরমে পরিশ্রম করার ফলে হিটস্ট্রোক হতে পারে। এতে দেহের তাপমাত্রা অতি দ্রুত বেড়ে ১০৪ ডিগ্রী ফারেনহাইট বা তারও বেশি হয়ে যেতে পারে।

হিটস্ট্রোক জরুরি চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা... ...বাকিটুকু পড়ুন

আল্লাহকে অবিশ্বাস করার সংগত কোন কারণ নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা মে, ২০২৪ রাত ১০:৪৩



সব কিছু এমনি এমনি হতে পারলে আল্লাহ এমনি এমনি হতে সমস্যা নাই। বীগ ব্যাং এ সব কিছু হতে পারলে আল্লাহও হতে পারেন। সব কিছুর প্রথম ঈশ্বর কণা হতে পারলে আল্লাহও... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাষ্ট্রে ইসরাইল বিরোধী প্রতিবাদ বিক্ষোভ

লিখেছেন হাসান কালবৈশাখী, ০৩ রা মে, ২০২৪ সকাল ৮:০২

গাজায় হামাস উচ্ছেদ অতি সন্নিকটে হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক ও লসএঞ্জেলসে কয়েকটি বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পরেছিল। আস্তে আস্তে নিউ ইয়র্ক ও অন্যান্ন ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীরা রীতিমত তাঁবু টানিয়ে সেখানে অবস্থান নিয়েছিল।


... ...বাকিটুকু পড়ুন

৫০১–এর মুক্তিতে অনেকেই আলহামদুলিল্লাহ বলছে…

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৩ রা মে, ২০২৪ বিকাল ৩:০০



১. মামুনুল হক কোন সময় ৫০১-এ ধরা পড়েছিলেন? যে সময় অনেক মাদ্রাসা ছাত্র রাজনৈতিক হত্যাকান্ডের শিকার হয়েছিল। দেশ তখন উত্তাল। ঐ সময় তার মত পরিচিত একজন লোকের কীভাবে মাথায় আসলো... ...বাকিটুকু পড়ুন

×