আপনারা যারা আখাউড়ার কাছাকাছি বসবাস করে থাকেন
তবে এই কথাটা শুনেও থাকতে পারেন ।
আজকে তেমন একটি বাস্তব ঘটনা বলব !
আমরা সবাই অন-লাইনের ব্যবসার কথা জানি, প্রয়োজন বা ব্যস্ততার কারনে আমি অন- লাইনে কেনা কাটা
পসন্দ করি । কিন্ত মাঝে মাঝে ঠকতে হয়, যা স্ক্রীনে দেখি মনে হয় তা পাইনা ।
একবার দুটো ক্রীমের অর্ডার দিলাম বাসায় বক্সকরে দিয়ে গেল , টাকাও নিয়ে গেল কিন্ত পরে বক্স খুলে
দেখলাম আছে একটি অথচ দাম নিলো দুইটির । ফোনে যোগাযোগ করলাম বল্ল ভুল হয়েছে অন্যটি ২/১
দিনের মধ্যে দিয়ে যাবে, এরপর থেকে ঐ মোবাইলে আর কল যায়না ।
যারা পাঠায় তাদের একটা সুবিধা হলো তৃতীয় পক্ষর মাধ্যমে আসে , তাদের কোন প্রশ্ন করলে উত্তর দিতে পারেনা ।
যদি বলেন পণ্য ভালাে নয় নেব না তাহলে কুরিয়ার চার্জ দিতে হবে !!!
অথচ যে প্রতারনা করল সে , ধরা ছোঁয়ার বাহিরে থেকে গেলো ।
সম্প্রতি ফেসবুকে প্রচার চলছে গুগুলের স্টোরেজ বিক্রি হচ্ছে অনেক সস্তায় ।
MORE TECH নামের একটি প্রতিষ্ঠান আনলিমিটেড স্পেস হবে , যেমন 1TB Unlimited long Life .
আমার মেইল আই ডি অনেক আগেই ফুল তাই ভাবলাম কথা বলে দেখি কিভাবে নেয়া যায় ???
কথা বলার পরপরই বিকাশ নাম্বার দিয়ে তাগাদা দিচ্ছে টাকা দিন ব্যবস্হা করে দিচ্ছি , আমি যতই বলি ,
কিভাবে হবে বলুন আমি বুজতে চাই, ততই বলে টাকা দিন করে দেব !!!
তখন আমি বল্লাম ওকে আপনি লোক পাঠায়ে দিন আমার অফিসে , সে সেটআপ করে দিয়ে টাকা নিয়ে যাবে ।
একথা বলার পরপরই তাদের মুখোশ খুলে পড়ল, অভদ্র অকথ্য ভাষায় গালি-গালাজ করে ফোন কেটে দিয়ে আমাকে
ব্লক করে দিলো ।
ঐ সময় মনে পড়ল "কারবারটা যেমন তেমন : ব্যাপারটা হইলো কি ???
সরকার ভোক্তা অধিকার আইন করেছে, সাইবার ক্রাইম আইন করেছে , কে এর প্রতিকার করবে ???
দিন দিনই এই ধরনের প্রতারনা বাড়ছে, আমরা ঢাকায় বসে প্রতারনার শিকার হচ্ছি, বিভাগীয় শহরের প্রতারনার
হার আরও বেশী ।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২৪ রাত ৯:০৭