পৃর্ণিমার চাঁদ
প্রতি পূর্ণিমার রাতে আকাশের দিকে তাকাই,
গৃহত্যাগি হওয়ার মত জোছনা কি উঠেছে?
বালক ভোলানো জোছনা নয়,
যে জোছনা দেখে বালকেরা ছাদের রেলিং ধরে দৌড়া- দৌড়ি করবে
নব-দম্পতির জোছনা নয়,যে জোছনা দেখে স্বামী গাড়স্বরে স্ত্রীকে বলবে,
দেখ দেখ নীতু চাঁদটা ঠিক তোমার মুখের মত সুন্দর
কবির জোছনা নয় যে জোছনা দেখে কবি বলবে
পুর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি
আমি সেই জোছনার জন্য সিদ্ধার্তের মত বসে আছি
যে জোছনা উঠা মাত্রই ঘরের প্রতিটি দরজা খোলে যাবে
আমি সেই প্রান্তর ধরে হাটব
চারদিক থেকে বিবিধ কন্ঠ এসে ঢাকবে আয় আয় আয়।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০০৮ দুপুর ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




