নিজের কাছে নিজেকে হারিয়ে ফেলে, ফিরে আসি পৃথিবীর কাছে।
নিজেকে বিশ্বাস করতে আমি সন্ধিহান।
সমাজের বর্বরতাকে গালিদিয়ে বাস করি সমাজে।
আমার চিন্তা করার বিসয়বস্তু নির্ধারন করছে বিশ্বায়ন।
“অ তে অজগরটি আসছে তেড়ে, আ তে আমটি আমি খাব পেরে” থেকে শিখছি
একজনকে এড়িয়ে অপরকে আক্রমনের প্রক্রিয়া।
আমার শিক্ষার সারাংশ হলো, পন্যের বিনিময়ে নিজেকে উৎসর্গ করা।
অনিয়মের বিরুদ্ধে কথা বলা সন্ত্রাস বলে শিখিয়েছে আমার শিক্ষক।
প্রিয়তম!
এই অস্থিরতাই আমি ক্লান্ত।
তুমি আমি কি আলিঙ্গনে মাতবো?
হয়তো তুমিও নিজেকে উৎসর্গ করেছ কোন উন্নত রোবট এর হাতে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




