(ব্লগ প্রতিযোগীতায় অনির্বাচিত পরাজিত আমার কবিতা খানি)
ছিনিয়ে নিবে বর্ণমালা-
পরিচিত কথার গোছানো পংক্তি মালা।
শুধু একটা আদেশ-
"উর্দূ এন্ড উর্দূ শ্যাল বি দ্যা
স্টেট ল্যাংগুয়েজ অফ পাকিস্তান।"
আর সাথে সাথেই মুখে লাগাতে হবে লাগাম,
চোখের সামনে জ্বালিয়ে দেয়া হবে
কচি সবুজ দূর্বা ঘাসের মাঠ।
আমরা যেন কোন তৃণভোজী জন্তু
মুখে লাগাম দিয়ে পিঠে চাবুক মারলেই
সম্মুখে প্রাণপণ ছোটা।
যে ভাষায় আমার দাদা-
মাঠ থেকে ফিরে গামছা দিয়ে কপালের ঘাম
মুছতে-মুছতে দাদি মাকে বলতো;
"এই কোম্মে গেলা আবুলের মা
এক খিলি পান লইয়্যা আহোত
কাঁচা সুপারী দিয়ো না কোলাম চক্কর মারে।"
এমন মধুর একটি ভাষা হয়ে যাবে উর্দূ
ভাবতেই হৃদয়ের মাঝে বর্ণমালাগুলো-
তোলপাড় শুরু করলো ঘূর্ণির মতো।
অসংখ্য কন্ঠ নেমে পড়লো রাজপথে
সকল কন্ঠ মিলিতো হলো একটি কন্ঠে,
বাংলার আকাশ-মাটি কাঁপিয়ে
বজ্রের মতো আওয়াজ তুললো-
রাষ্ট্র ভাষা বাংলা চাই-
রাষ্ট্র ভাষা বাংলা চাই-
রাষ্ট্র ভাষা বাংলা চাই।
মুখে বলেও যেন এ আকুতি শেষ হচ্ছিলো না;
পশ্চিমা শাসোকদের ছোড়া নির্মম বুলেটে
রফিক,সালাম,বরকতের বুকের রক্তের সাথে-
ঝড়ে পড়তে লাগলো বর্ণমালার প্রতিটি অক্ষর
অ,আ,ই,ঈ,ক,খ,গ,ঘ,
অতঃপর-
লাগামহীন মুখে দ্বিধাহীন ভাবে
উচ্চারিত হতে লাগলো একটা প্রিয় শব্দ "মা"।
অবশেষে রক্তাক্ত ইতিহাসের পাতা বাড়িয়ে
একুশের প্রাপ্তি স্বাধীনতা।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




