শৈশব থেকেই ছাড় দিয়ে আসছি;
কম দামী জামাটার কাছে বেশি দামী জামাটাকে
ঘুড়ি বানানোর রঙিন কাগজ কিনতে-
টিফিনের ঝাল-মুরিকে,
অভাব ও ভুল দর্শনের কাছে শিক্ষাকে
মধ্যবিত্ত জীবনের কাছে শত স্বপ্ন'কে।
সাহস ক'রে তাকাইনি কোন সুন্দরীর চোখের দিকে-
যদি ভালবাসার ইচ্ছা জাগে সেই ভয়ে,
বাস্তবতার কাছ থেকে শিখে গেছি
বিত্তের বলয় ছাড়া ভালবাসা টিকে না।
তবে হ্যাঁ! যদি কেউ এসে বলে-
"তোমার মধ্যবিত্ত জীবন, শ্যাম বর্ণ,
ছন্দহীন কবিতা, এই তোমাকেই আমি ভালবাসি"
তবে তাকেই ভালবাসবো।
এতো কিছু ছাড় দিয়েও মনে কখনো অভিমান জাগেনি;
কেন জানি আজ বড্ডো অভিমানী হতে ইচ্ছা করছে,
ইচ্ছে করছে, পৃথিবীটাকেই ছাড় দিয়ে চলে যাই!
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১১ রাত ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




