আমি কবিতা বলতে রবীন্দ্র নাথ ঠাকুরের লেখার খুব ফ্যান। আমি আদি কালের লেখকদের কবিতাই পড়ি। তাছাড়া নতুন মানে, মডান কবিদের কোন লেখাই আমি কখনও পড়ি নাই। না পড়েই মনে একটা ভ্রান্তি ধারনা ছিল ছাই-পাস ছাড়া তারা আর কি লিখতে পারে। সেগুলো থেকে দুরে দুরেই থাকতাম। ...
আমার অফিসের এক কলিগ ভাই কবিতা লিখে। তার কাছ থেকে কবিতার বই চাইলাম, পরদিন তিনি আমাকে একটা সিডি দিলেন! বললাম এটাতে কি আছে ? বললো আমার কবিতার বই। ভাবলাম মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করা কোন ফাইল হয়তোবা।
বাসায় এসে সিডি খানা কম্পিউটারে দিয়ে দেখি, তিনি তার কবিতা গুলো সাহিত্য সৌরভ নামে একটি প্রকাশনার মাধ্যমে প্রকাশ করেছেন। আর সেই বইটা হচ্ছে তার দ্বিতীয় বই। এর বিশেষত্ব হচ্ছে এটা শুধুই ই-বুক(*.pdf) , মানে এর কোন কাগজে ছাপানো সংস্করন নেই। আমি তো অবাক ! তারপর কবিতা পড়া শুরু করলাম....
খুবই ভাল ভাল কবিতা দিয়ে সাজানো ই-বুকটি। আপনারাও পড়ে দেখুন।
আমি লেখকে জিজ্ঞাসা করে তার অনুমতি নিয়ে এই ব্লগে কবিতার কিছু অংশ প্রকাশ করছি। কারো যদি ভালা লাগে তবে বাজার থেকে সিডি কিনে সম্পুর্নটা পড়ে দেখতে পারেন। সিডি মাত্র ২০ টাকা! বইয়ের নাম সঙ।
লেখক- কাজী রাসেল।
একুশে কবিতা
আমার ফিরে যেতে ইচ্ছা করে সেই বাহান্নে
থোকা থোকা ফুল ঝরে যাওয়ার সময় তখনও আসেনি
পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়নি বাংলা মায়ের সূর্য সন্তান।
তোমরা যারা আজ ফুল দিয়ে মিনারের পাদদেশে শুভেচ্ছার ঢল নামিয়েছো
যেখানে দাঁড়িয়ে আছে শ্রেষ্ঠ বাঙালির অমর কীর্তি গাঁথা,
যেখানে শ্রদ্ধায় মাথা নত করে সারা পৃথিবীর মানবতা,
আমার ফিরে যেতে ইচ্ছে করে সেখানে।
সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরের হাতে হাত রেখে
মিছিলে মিছিলে ধরণীর আকাশ প্রকম্পিত করতে ইচ্ছে করে আমার।
আমার বড় ইচ্ছে করে ওদের সাথে শ্রদ্ধার আসনে আসীন হতে
বাহান্নের একুশে ফেব্রুয়ারী ওদের সাথে শহীদ হতে বড় ইচ্ছে করে আমার
পৃথিবীর বুকে অমর কীর্তি গাঁথা দিয়ে গেল সে সন্তানেরা
ওদের সাথে আমারও শহীদ হতে ইচ্ছে করে।
এই রক্তের স্রোত বয়ে গেছে বঙ্গোপসাগরে
মাথা উঁচু করে দাঁড়ানো শহীদ মিনারের দিকে তাকালে
তুমি দেখতে পাবে
সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরের রচিত শ্রেষ্ঠ কবিতামালা;
'আমি যে বাংলা ভাষায় কথা বলতে চাই
বাংলা আমার মায়ের ভাষা
আমি যে বাংলাতে আমার মাকে মা বলে ডাকতে চাই।'
পড়ে আরও কবিতা যোগ করা হবে.....
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




