আওয়ামীলীগ সরকার আবার ২৮ অক্টোবরের পুনরাবৃত্তি করলো কাল. রাজপথে পিঠিয়ে মানুষ হত্যার দৃশ্য আবার বাঙ্গালী অবলোকন করলো. বাংলাদেশ আজ এক হায়নার দলের কাছে জিম্মি! দেশে নেই স্বাধীনতা, নেই শান্তি. জনগন আজ এক ভয়ানক পরিস্তিতির মধ্যে. আওয়ামীলীগের বর্রতা আজ এসে দাড়িয়েছে, মিসর, ইয়েমেন, ফিলিস্তিন আর জর্ডান এর শাসকদের বর্রতার সাথে.
বাঙ্গালীকে জেগে উঠতেই হবে! তাহরীর স্কয়ারের সৈনিকদের মত. আজ আর ঘরে থাকার সুযোগ নেই. আজ আবার ৭১ এর ব্গ্ঘবন্ধু ডাকছেন, ভাসানী ডাকছেন বাংলাকে বাঁচানোর জন্য, বাঙ্গালীকে বাঁচানোর জন্য. নজরুল ডাকছেন তরুনদের "জাগো যত এদেশের দুর্বার-দুরন্ত যৌবন!
আগুনের ফুল-সুরভি এনেছে চৈতালি সমীরন।
সেই সুরভির নেশায় জেগেছে অঙ্গে অঙ্গে তেজ,
রঙ্গের রঙ্গে রাঙ্গায় ভুবন ভৈরব রংরেজ"
( জাগো সৈনিক-আত্না)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




