প্রিয় ব্লগার বন্ধুরা,
বাংলা একাডেমি বইমেলা ২০০৯ উপলক্ষে প্রবাসী লেখক, কবি ও সাংবাদিকদের নিয়ে সংহতি সাহিত্য পরিষদ (যুক্তরাজ্য) একটি লেখক পরিচিতি বা লেখক অভিধান প্রকাশনার উদ্যোগ নিয়েছে। প্রবাসী লেখকদের সংঘটিত করার উদ্দেশ্যেই সংহতির এই প্রয়াস। প্রতি বছর পুনর্মূদ্রনের মাধ্যমে গ্রন্থটিকে স¤প্রসারিত করা হবে। যোগ হবে নতুন নামের তালিকা।
তবে সংহতি আপনাদের সহযোগিতা ছাড়া কোনভাবেই এই গুরু দায়িত্ব সম্পন্ন করতে পারবেনা। এর জন্য আপনাদের পূর্ণ সহযোগিতা প্রয়োজন।
ইতিপূর্বে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলা ভাষার কবি, সাহিত্যিক সাংবাদিকদের তথ্য সংগ্রহ করার জন্য সংহতি বিভিন্নরকম উদ্যোগ গ্রহণ করছে। আমরা জানি সামহোয়ারইন হচ্ছে বাংলাভাষী লেখকদের একটি অনেক বড় প্লাটফর্ম। তাই প্রবাসী বাংলাভাষী লেখক, কবিদেরও সহযোগিতা আহ্বান করা যাচ্ছে।
আমরা আশা করবো আপনার নিজের অথবা আপনি জানেন এমন কোন কবি, লেখক ও সাংবাদিকদের ছবি সহ তথ্য আমাদের কে পাঠাবেন।
ক. এক পৃষ্ঠার মধ্যে সংপ্তি পরিচিতি (নাম, বর্তমান ঠিকানা বা অবস্থানরত দেশের নাম ও শহর, টেলিফোন, ইমেল, জন্মস্থান ও তারিখ, সখ, ও পেশা)
খ. গ্রন্থ সংখ্যা বা তালিকা ইত্যাদি
অবশ্যই আপনার তথ্য আমাদের কাছে আগামী ২২ জানুয়ারীর মধ্যে এসে পৌছতে হবে।
তথ্য পাঠানোর ঠিকানা
Shanghati, 76 Brady Street, London E1 5DW,
Tel: 00 44 20 7247 3993
Email: [email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




