তুমি মুক্ত আকাশে উড়ে বেড়াও,
জীবন ভবিষৎ সম্পর্কের দিকে ফিরে না চাও।
আমি নিয়ম সম্মান আর বিশ্বাসে অটল থাকি,
তুমি সুখ আনন্দ-উল্লাসে মেলে দাও আখিঁ।
তুমি আমায় ভালোবেসে শতদিন পারকর কষ্টে,
ফলাফল নিঃশেষ হয়ে যায় তোমার পথভ্রষ্টে।
তোমার কষ্টে পাই আমি কষ্ট,
শুধু তোমার ক্ষনিকের সুখেও পাই কষ্ট।
এই সব ভেবে ভেবে,
আজ যেন আমার জীবনটাই নষ্ট।
আমার যা মন চেয়েছে তাই লিখেছি, জানিনা কিছু হয়েছে কিনা, আপনাদের মন্তব্য পেলে বুঝতে পারবো।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




