তোমার এতটুকু ভালবাসার কাঙ্গাল আমি,
আমি মরে বেচেঁ থাকি ,যখন দূরে থাকো তুমি।
এক ভীষন অস্তিরতা পেয়ে বসে আমাকে ,
স্বস্তি পাই না -না দেখে তোমাকে।
সারাক্ষন তোমারই অপেক্ষায় থাকি,
হৃদয় পটে সারাবেলা তোমারই ছবি আকিঁ।
তুমি জুড়ে থাকো সতত আমার অনুভবে ,
তোমাকে ছাড়া বেচেঁ থাকা আমার বৃথা হবে।
তোমার যত অন্যায় যত অক্ষমতা ,
সবকিছুরই আমি দিবো পূর্ণতা ।
তোমার আলতো হাত বোলানো,
মনে হয় আমাকে অস্তিরতা থেকে জাগানো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



