নির্মল কাছে আসবার ছলে দাবি কর সর্বস্ব আমার
আমার ঠোঁটের উষ্ণতা
আমার রোমকূপ
আমার রক্তের আগুন
বড় নাছোড় তুমি,
বড় বিধ্বংসী তুমি
তুমি ধ্বংস কর আমার অসাড়তা
তুমি ভাঙ্গ আমার নির্লিপ্ততা
অবশেষে--
আড়মোড়া ভাঙ্গে আমার-
তোমার উষ্ণ পস্রবনের উত্ত্বপ্ত নিঃসরণ
বড় বেশিই উন্মত্ব করে তোলে এই আমাকে-
বুঝি,
আমার বন্যতাই তোমার আরাধ্য,
টগবগ শব্দের লাগামহীন দূরন্ত গতিই তোমার কাম্য,
নিজেকে ছিন্নভিন্ন হতে দেখাতেই তোমার সুখ,
নিঃশ্বাসের ঝড়েই তোমার আনন্দ...!
অবশেষে-
আমার পৌরষত্বের সবটুকু নিঙরে নিয়ে
রিক্ত করে,শূন্য করে
পালাও তুমি .....
বৈচিত্র তোমার খুব প্রিয়
পালাও তুমি, নতুন বৈচিত্রের খোঁজে...!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



