অপেরা মিনিতে বেশ কয়েকটি সার্চ ইঞ্জিন থাকে যেগুলোর মধ্যে আমরা সাধারনত শুধু গুগলটি ব্যবহার করি, বাকিগুলো (যেমন ebay, bing) কোন কাজেই লাগাইনা । আচ্ছা যদি এমন হতো সার্চ ইঞ্জিনে একটা শব্দ লিখে সার্চ দিলেই গুগল ডিকশনারি আপনাকে তার বাংলা অর্থ জানিয়ে দিত ! কিংবা আপনি চাইলে উইকিপিডিয়া তার সম্পর্কে বিস্তারিত তুলে ধরতো !
অপেরা মিনিতে সার্চ ইঞ্জিন যোগ করা বা সার্চ ইঞ্জিনকে নিজের মতো ব্যবহার করা যায় কিভাবে আজ আপনাদের সাথে তাই শেয়ার করতে চাচ্ছি । সার্চ ইঞ্জিন পারসোনালাইজ করে আপনি তাতে গুগল ডিকশনারিসহ আরো কয়েকটি ডিকশনারি যোগ করতে পারবেন , পারবেন উইকিপিডিয়াতে সার্চ দিতে।
আসুন তবে কাজ শুরু করি-
প্রথমে অপেরা মিনি’র সার্চ ইঞ্জিনে যান। গুগল বাদে অন্য যে সার্চ ইঞ্জিনটা পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করে Manage বাটনে চাপ দিয়ে Edit করুন। এবার Title ও Address নিচের মতো করে পরিবর্তন করে নিয়ে save করুন-
১।গুগল ডিকশনারির জন্যঃ
Title: Google dictionary
Address: http://w w w.google.com/dictionary?hl=en&sl=en&tl=bn&q=
২।আরো একটি ইংলিশ টু বাংলা ডিকশনারি
Title: E 2 B dictionary
Address: h t tp://bdword.com/bangla_dictionary/lite/index.php?q=
৩। উইকিপিডিয়ার জন্যঃ
Title: Wikipedia
Address: h t tp://www.wikipedia.org/wiki/Special:Search?search=%s
এ্যাড্রেসগুলোর লিংকের মাঝে কোন স্পেস হবে না।
সার্চ ইঞ্জিন যোগ করার জন্য যেকোন একটা কিছু লিখে গুগলে সার্চ দিন। এবার যা লিখে সার্চ দিয়েছেন তা যে বক্সটিতে আছে তাতে কার্সর নিয়ে 1 এ চাপ দিলে context menu আসবে। সেখান থেকে Add Search Engine সিলেক্ট করুন। ব্যাস্ আরো একটা সার্চ ইঞ্জিন যুক্ত হয়ে গেল। এবার আগের মতো করে Title ও Address পরিবর্তন করে নিন।
অপেরা মিনি’র 4.2 থেকে পরবর্তী ভারশনগুলোতে করা যাবে।
এই টিউনটি সবার জন্য নয়। তবে যদি কারও কাজে লাগে, ভালো লাগবে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১১ সকাল ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



