পেলাম আরও কিছু ভাল বন্ধু। সবাই বুঝে গেলো যে আমার বয়সে তাদের থেকে অনেক ছোট। আমাকে তারা অণুপ্রেরণা দিতে লাগলো। আমিও ব্লগিং চালিয়ে গেলাম। ব্লগিং ছিল নেশার মতো। আমার বন্ধুদের কাছে ব্লগিং-এর কথা বললে তারা বলতো ভুয়া কাজ। সময় নষ্ট। কিন্তু সেটা ছিল আমাকে শুনানো। তারাও ভিতরে ভিতরে ব্লগিং করার জন্য ব্যাকুল ছিল। কিন্তু সামহোয়ারের নতুন নিয়ম তাদেরকে বন্দি করে রাখে। আমার এক বন্ধু সেইদিন আমাকে বলল। "ব্লগিং আসলে মজার। কিন্তু সামহোয়ারে লেখা দিই। তারা ছাপেনা। তখন মেজাজ খারাপ করে লগইন করাই ছেড়ে দিয়েছি।" আমি বললাম, "এখন বোধহয় তোকে এক্সেস দিয়েছে।" ও বলল, "এক্সেস দিলেও কি? আমিতো পাসওয়ার্ড, ইউজারনেম সব ভুলে গেছি।" আমি বললাম, "ঠিক আছে। তোকে আরেকটা খুলে দেব।" ও বলল, "ঠিক আছে।"
এইবার আসি আমার ব্লগাভিজ্ঞতায়। অন্য প্রসঙ্গেই চলে গিয়েছিলাম।
ব্লগিং শুরু করলাম নিয়মিতভাবে। একসময় সামহোয়ারের নিয়মিত ব্লগার হয়ে গেলাম। একদিন ব্লগে না বসতে পারলে মন খারাপ হয়ে যেত। কিন্তু এই নিয়মিত হওয়া ছিল অস্থায়ী। আমার বড়ভাই যেইদিন কম্পিউটার খোলা রেখে যেত সেইদিন ব্লগিং করতে পারতাম। বন্ধ করে রেখে গেলে মনখারাপ করে বসে থাকতাম
এভাবে চলতে লাগলো ব্লগিং। একসময় আবিষ্কার করলাম যে ব্লগে আমার বয়সি কেউ নাই। সবাই সিনিয়র
চলবে...
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




