**************************************
একটা ছোট্ট বিমান নিয়ে আকাশে উড়লো পাঁচ বন্ধু। আকাশে থাকতেই বিমানটির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। যে বিমান চালাচ্ছিল যে দ্রুত যোগাযোগ করলো বিমানবন্দরের কন্ট্রোল অফিসের সাথে.....
চালক: হ্যালো, আমাদের বিমানটি আকাশের মাঝে বন্ধ হয়ে গেছে। এখন কি করবো?
কন্ট্রোল: আপনাদের সামনে একটা লাল বাটন আছে?
(বিমানের চালক দ্রুত লাল বাটনটি খুজে বের করে টিপে দিয়ে.....)
চালক: আছে........আছে......।
কন্ট্রোল: ঐটায় কোন চাপ দিবেন না।
(এরপরে তাহাদিগের কোন খবর পাওয়া যায়নাই।।।)
(জোকস্ লেখার আইডিয়াটা আসছে হিন্দী ফিল্ম ধামালের বিজ্ঞাপন দেইখা।।।)
(রসিক গ্রুপেও পোস্ট করা হয়েছে)
আমার পোস্ট করা সকল জোকস্ পাবেন এখানে...
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০০৯ সকাল ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




